বাংলাদেশ চা সংসদের টেনিস প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং সমাপ্তি
ওমর ফারুক নাঈম॥ বাংলাদেশ চা সংসদের ব্যবস্থাপনায় চা বাগানের ৬টি ক্লাবের মধ্যে টেনিস প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট বালিশিরা ভ্যালি ক্লাবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় টি এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম, ফিনলের ব্যবস্থাপনা পরিচালক এ.কিউ আই চৌধুরী ও বি.ই, বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান আবদারিশ কবির, বাংলাদেশীয় চা সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম।
টেনিস প্রতিযোগীতায় এক এবং দ্বৈত খেলায় মনু ভ্যালী ক্লাবের তৈয়ব খান শুভ চ্যাম্পিয়ান, ভেটেন্স প্রতিযোগীতায় বালিশিরা ক্লাবের জি.এম শিবলী একক খেলায় এবং দ্বৈত প্রতিযোগীতায় জি.এম শিবলী ও শাহজাদ সারওয়ার চ্যাম্পিয়ান, একক প্রতিযোগীতায় রানার্সআপ হন লংলা ক্লাবের ওয়াসিকুল ইসলাম, দ্বৈত প্রতিযোগীতায় রানার্সআপ হন লঙ্করপুর ক্লাবের আরিফ আহমেদ ও সরোয়ার রেজা চৌধূরী, ভেটেন একক প্রতিযোগীতায় রানার্সআপ হন বালিশিরা ক্লাবের শাহজাদ সারোয়ার এবং দ্বৈত প্রতিযোগীতায় রানার্সআপ হন মনু ক্লাবের ইসতেয়াক আহমদ এবং মকবুল হায়দার রিজবী।
মহিলাদের ব্যাডমিন্টন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হন বালিশিরা ক্লাবের মিসেস তাহসিন আহমদ চৌধুরী এবং শ্যামলী হুসেন রানার্সআপ হন লঙ্করপুর ক্লাবের মিসেস রিয়া হুদা।
মন্তব্য করুন