বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা
কুলাউড়া অফিস॥ বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচন (২০১৭-২০১৯) এর চুড়ান্ত প্রার্থী তালিকা ৮ডিসেম্বর বৃহস্পতিবার ঘোষনা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিছবাহ উদ্দিন আহমদ চৌধুরী (গাজীপুর চা-বাগান) জানান নির্বাচনে কেন্দ্রীয় কমিটির ৯ পদে ২০জন, ১২ অঞ্চলের ২৪ পদে ৫১জন এবং ২২ ইউনিটের ৫ ইউনিটে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন কেন্দ্র কমিটির সভাপতি পদে এম ইকবাল চৌধুরী ও মাহবুব রেজা, সহ-সভাপতি পদে আক্তার হোসেন ভুইয়া মিন্টু, মিজানুর রহমান মানিক হাসনাত ওয়াকার ও হাবিবুর রহমান, সাধারন সম্পাদক পদে জাকারিয়া আহমদ, দেলোয়ার হোসেন ও রিংকু মিত্র, সহ-সাধারন সম্পাদক পদে মিছবাউর রশীদ খান কফিল ও সঞ্জয় কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক পদে অঞ্জন গোস্বামী ও আহমদ হোসেন চৌধুরী হাসান, কোষাধ্যক্ষ আমিনুর রহমান আমিন, শেখ কাওছার মিয়া ও শেখর চৌধুরী, প্রচার সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক আলমগীর চৌধুরী ও মুজিবুর রহমান, শিক্ষা, গবেষনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বি,ইউ খান ও সঞ্জয় চক্রবর্তী তপন এবং আঞ্চলিক পদে নর্থ সিলেট অঞ্চল সভাপতি আব্দুল মালিক ও সঞ্জয় আচার্য, সম্পাদক কাওছার আহমেদ ও ছিদ্দেক আলী, জুড়ী অঞ্চল সভাপতি গঙ্গোস রঞ্জন দেব ও ছায়েদ মিয়া, সম্পাদক ব্রজ কুমার শুক্লবৈদ্য, লিটন দাস ও শাহীন আহমদ, লংলা অঞ্চল সভাপতি আমীর আলী, আঃ তাহিদ লিমন ও সত্য নারায়ন প্রজাপতি, সম্পাদক মইনুল ইসলাম ও আর কে গোয়ালা, মনু অঞ্চল সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, তানভীর হাসান, দিলীপ গোয়ালা ও সাহিদুর রহমান চৌধুরী, সম্পাদক দিলীপ কুমার যাদব ও নিয়ামুল হোসেন চকদার, দলই অঞ্চল সভাপতি আব্দুল ওয়াহিদ, প্রদীপ কুর্মী ও শাহীন আহমেদ, সম্পাদক মন্তাজ সিদ্দিকী ও রাম সুন্দর দাস, বালিশিরা উত্তরাঞ্চল সভাপতি আমীরুল আলম, ও আলতাফুর রহমান চৌধুরী শাহীন, সম্পাদক আব্দুল মালেক, কামাল হোসেন ও সৈয়দ মুহিবুর রহমান, বালিশিরা পুর্বাঞ্চল সভাপতি মতিউর রহমান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দিতায়), সম্পাদক বাদল বোনার্জী ও সুশীল কুমার বোনার্জী, বালিশিরা পশ্চিমাঞ্চল সভাপতি আতাউর রহমান ও ইলিয়াছ মিয়া,সম্পাদক খায়রুল ইসলাম ও সুরঞ্জিত দাস, লস্করপুর পুর্বাঞ্চল সভাপতি এনাম চৌধুরী ও সৈয়দ মোঃ সেলিম, সম্পাদক বিমল প্রসাদ কানু ও সফিউল আলম শাহীন, লস্করপুর উত্তরাঞ্চল সভাপতি সৈয়দ বদরুল আলম (বিনা প্রতিদ্বন্দিতায়), সম্পাদক চঞ্চল কুমার দাস, জাহের মিয়া ও সুনীল বিশ্বাস, লস্করপুর পশ্চিমাঞ্চল সভাপতি আই এ চৌধুরী জাহাঙ্গীর আলম ও প্রদীপ গৌড়, সম্পাদক বাসু দেব কৈরী (বিনা প্রতিদ্বন্দিতায়), চট্টগ্রাম অঞ্চল সভাপতি অমল কান্তি দাশ (বিনা প্রতিদ্বন্দিতায়), সম্পাদক অসিম চাকমা ও সালাহ উদ্দিন এবং ২২ ইউনিট প্রতিনিধির মধ্যে ৫ ইউনিটে লস্করপুর পুর্বাঞ্চল আবু মনসুর ও আওলাদ হোসেন, বালিশিরা উত্তরাঞ্চল মহিউদ্দিন আউয়াল ও ইদ্রিছ আলী, জুড়ী অঞ্চল আব্দুল মুনিম ও সামছুল হক গাজী এবং মনু অঞ্চল ইউনুছ আলী, আব্দুল্যাহ আল আমীন ভুইয়া, আব্দুছ ছামাদ ও মোয়াজ্জেম হোসেন এবং অপর ১৭ ইউনিটে একক প্রার্থী থাকায় লস্করপুর উত্তরাঞ্চল গিয়াস উদ্দিন, বালিশিরা উত্তরাঞ্চল আওলাদ হোসেন, লস্করপুর পশ্চিমাঞ্চল হাবিবুর রহমান, জুড়ী অঞ্চল আশরাফুল হাবিব, দলই অঞ্চল আঃ শহিদ আহমেদ, বালশিরা পশ্চিমাঞ্চল বদরুল আলম, লংলা অঞ্চল আঃ আউয়াল, বালিশিরা পশ্চিমাঞ্চল সুবীর নন্দী মজুমদার, লংলা অঞ্চল বিপ্লব সরকার, লংলা অঞ্চল ইমতিয়াজ আহমেদ, মনু অঞ্চল সামসুদ্দীন মিয়া, জুড়ী অঞ্চল শিবব্রত পুরকায়স্থ, লংলা অঞ্চল পরিমল ভট্টাচার্য্য, লংলা অঞ্চল অমর সিং, লংলা অঞ্চল অনঙ্গো মোহন দাস, লংলা অঞ্চল বলরাম অলমিক ও বালিশিরা উত্তরাঞ্চল লোকমান আলী বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তফশীল অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ৩৮ পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হবে। ১২ কেন্দ্রে অনুষ্টিতব্য নির্বাচনে দেশের ১৪১টি চা-বাগানের ২৫১১ জন ভোটার অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন