বাংলাদেশ বিমানে শোয়েবুর চৌধুরীর আকস্মিক মৃত্যুর তদন্ত দাবী করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

November 26, 2023,

কার্ডিফ প্রতিনিধি॥ মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার মসুদ আহমদ, যুগ্ম- কনভেনার হারুনুর রশিদ, ও রেজাউল করিম সিপার, সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান,

যুগ্ম সদস্য সচিব হেলেন ইসলাম, অর্থ সচিব এম আশরাফ মিয়া, ও সহ অর্থ সচিব জামাল হোসেন সহ  বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গত ১৩ নভেম্বর বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা বাংলাদেশ বিমান এর  যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় বিমানে কর্মচারীদের গাফিলতির সুষ্টু তদন্ত দাবী করেছেন।

সংগঠন এর পক্ষ থেকে শোয়েবুর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে।

“বিমানে কর্মচারীদের গাফিলতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার

মোহাম্মদ মকিস মনসুর বলেন শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় ঘটনার চাক্ষুষ স্বাক্ষী একজন বিমান যাত্রী তাঁর সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন যে, শোয়েবুর রহমান চৌধুরীকে প্রথমে যে অক্সিজেন দেওয়া হয় সেখানে কোন অক্সিজেনই ছিলো না,

বিমানে প্রশিক্ষিত কোন ফারস্ট এইডার বা ডাক্তার ছিলোনা । মৃত যাত্রীর লাশকে বিমানের সিটে বসিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয় । লাশের প্রতি ঠিকমত সম্মান প্রদর্শন করা হয়নি । বিমান মরহুমের সুচিকিৎসার জন্য কোন জরুরী অবতরন করেনি । তাহা কেনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে তিনি অবিলম্বে বিমানে কর্মচারীদের গাফিলতির সুষ্টু তদন্ত দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com