বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
কমলগঞ্জ প্রতিনিধি॥ জ্ঞান-বিজ্ঞানচর্চায় আলোকিত মানুষ সৃষ্টির লক্ষে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার প্রদান ও বিএমইটি (বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট) বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার ২০ জানুয়ারি সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
মোঃ আমজদ আলীর সভাপতিত্বে ও বিএমইটির সাধারণ সম্পাদক মোঃ মোঃ শাহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল কলেজের পদার্থবিদ্যা অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু প্রমুখ।
২০১৬ সালে অনুষ্ঠিত মুসলিম মণিপুরী শিক্ষার্থীরা পিএসসি ও জেএসসি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৩৩ জন শিক্ষার্থীকে বিএমইটি বৃত্তি প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন