বাংলাদেশ শিক্ষক সমিতির জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরুধী মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ ‘রুখে দাঁড়াও বাংলাদেশ, জঙ্গীবাদের সময় শেষ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (জুলফিকার – ইয়াদ আলী) মৌলভীবাজার জেলা শাখা কতৃক আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বির”দ্ধে মানবন্ধন ও সমাবেশে ১৮ আগষ্ট বৃহস্পতিবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে জেলার তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। কাশিনাথ আলাউদ্দীন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,শিক্ষক নেতা অবিনাশ চন্দ্র দে,রিংকু রঞ্জন দে,নবজীবন গোস্বামী,নাজমুল হক চৌধুরী,
আব্দুল মতিন খান,রাশেদা বেগম,রতিশ চন্দ্র দে প্রমুখ। অনুষ্ঠান জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক বৃন্দ মানব বন্ধন ও আলোচনায় সভায় অংশ গ্রহণ করেন। এ সময় সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন