বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে  আহত ও নিহতদের সম্মাননা ও ইফতার 

March 26, 2025,

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে ইফতারের আয়োজন করা হয়।

২৬ মার্চ বুধবার মৌলভীবাজার জেলা সদরে আয়োজিত ইফতারে ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল মাবুদ, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে আগত অতিথিদের সাথে মতবিনিময় এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন।

এসময় শাহাদৎ বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে এ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com