বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গ্রাহক এবং স্টেক হোল্ডারদেরকে নিয়ে গ্রাহক সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনরে উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশ গ্রহনে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ এপ্রিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করর্পোরেশনের মহা ব্যবস্থাপক মো: খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.আজিমুদ্দিন বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পাবলিক রিলেশন অফিসার মাসুদুল ইসলাম শরীফসহ সিলেট ও চট্টগ্রামের জোনাল ম্যানেজার ও ঋণ গ্রহীতাগণ এবং স্টেক হোল্ডাররা।
সভায় ব্যাংকের নানা সমস্যা নিয়ে ঋণ গ্রহীতা এবং স্টেক হোল্ডাদের বক্তব্য রাখেন এন এ ওয়াহিদুজ্জামান, নূপুর রানী বিশ^াস,মো.আকলিছ মিয়া,সাইদুজ্জামান চৌধুরী, কিরণ চন্দ্র দেবনাথ। গণমাধ্যকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, দৈনিক আলোকিত বাংদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম প্রমুখ।
আয়োজিত সভায় দ্রুত ঋণ প্রদান এবং সুদ হার আরো কমানো ইত্যাদি তুলে ধরেন গ্রাহক এবং স্টেকহোল্ডারা।
মন্তব্য করুন