বাংলা শুভ নববর্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে জয় হোক মানবতার…
মকিস মনসুর॥ বাঙালির জাতিসত্তা-অনুভূতি নবায়নের দিন ১লা বৈশাখ’ হচ্ছে আমদের সর্বজনীন উৎসব। চেতনা,অস্তিত্ব, ও হাজার বছরের লালিত ঐতিহ্যের ১লা বৈশাখ’ হচ্ছে আমাদের অহংকার ; এ যেনো চিরচেনা বীর বাঙ্গালীর বিজয়ী রণহুংকার. এই দিনটি আসার আগেই ঘর-বাড়ি পরিচ্ছন্ন করা, ব্যবহূত তৈজসপত্র,পোশাক-পরিচ্ছদ ব্যবসা ক্ষেত্র ধোয়ামোছা করা হতো। এ কাজগুলোর মধ্যে সামাজিক সফলতার কাঙ্ক্ষা নিহিত থাকত। আসুন এই ধারাবাহিকতা বজায় রেখে কেবল বাহ্যিক উৎসব আর আনুষ্ঠানিকতেই নয়, আসুন আমরা ঘরে বসেই ঘর-বাড়ি পরিচ্ছন্ন করা, ব্যবহূত তৈজসপত্র,পোশাক-পরিচ্ছদ ধোয়ামোছা করা নিজেকে পরিস্কার পরিছন্ন রাখা সহ এবারকার ১লা বৈশাখ’.বাংলা শুভ নববর্ষে দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের থাবা থেকে সবাইকে রক্ষা করতে মেনে চলবো প্রতিটি দেশের সরকারের প্রনিত দিকনির্দেশনা এই হোক আমাদের দীপ্ত শপথ.কেননা আজ বিশ্বের মানবজাতির মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস.অদৃশ্য এক দৈত্য এই করোনা ভাইরাস এ যেনো এক যুদ্ধ. সমগ্র বিশ্ব হয়ে গেছে লক ডাউন.চলছে দেশে দেশে মৃত্যুর মিছিল. সারা দুনিয়ার মানুষ আজ গৃহহবন্দী.রাজা রানী ধনী গরীব ধর্ম বর্ণ জাতি নেই কেনো ব্যাবধান. হয়ে গেছে যেনো সবাই জিন্দা লাশ. সবাই আজ দিশাহারা.এই সংকট মোকাবেলা করতে আমাদের সাহস এবং ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। দৃঢ়তার সাথে আত্মবিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ একদিন ঝড় থেমে যাবে, সব জরা মুছে যাবে, আসবে নতুন সকাল। যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়।’ বিজয়ী হয়ে এগিয়ে যাবো আমরা নতুন সময়ের পথে।শত্রু পরাস্ত হয়ে আত্মসমর্পণে বাধ্য হবে। নতুন পৃথিবীতে আমরা পুনরায় মানবিক গান গাইবো, মানুষের মাঝে দূরত্ব ঘুচে যাবে। সম্মিলিত মানুষ গড়ে তুলবে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন উন্নত মানবিক পৃথিবী। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না. প্লিজ সবাই করোনা ভাইরাসের এই মহামারীতে যার যার অবস্থান থেকে অসহায় ও নিডি মানুষের পাশে দাঁড়ানো সহ করোনা ভাইরাসের থাবা থেকে মুক্ত থাকতে সবাই ঘরে থাকুন।
নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। জয় হোক মানবতার! বাংলাদেশ চিরজীবী হোক! -মোহাম্মদ মকিস মনসুর. সাংবাদিক ও লেখক।
মন্তব্য করুন