বাথরুমে ঢুকে বেঁচে যায় মুন্না
এমদাদুল হক॥ ‘মুন্না তো বাথরুমও হামানিয়ে বাঁচি গেছে। হায় হায়রে, চকুর সামনে এখনো মাইলে নেওরা আগুইনর ছবি ভাসিয়া উঠে। আমরা হখলে খতো চেষ্টা খরছি, কিন্তু ফারছিনা কুন্তা খরতাম।’ আঞ্চলিক ভাষায় হৃদয় বিদারক ঐ কথাগুলো বলেন রাজনগরের ভুজবল গ্রামে অগ্নিকান্ডের সময় উদ্ধারকারী প্রতিবেশী শামসুল হক।
আরেক প্রতিবেশী শেখ মুহাম্মদ ইব্রাহীম বলেন, “আমরা হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে সাহায্যেও জন্য ছুটে আসি। কিন্তু অনেক চেষ্টা করেও আগুন থেকে রক্ষা করতে পারলাম না মুন্নার মা ও বোনকে। মুন্নার হায়াত থাকায় সে বাথরুমে ঢুকে বেঁচে গেছে।”
উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ভুজবল গ্রামে ২৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মা রোকেয়া বেগম ও মেয়ে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী শাহিনা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন ছেলে মুন্না আজিজ।
মন্তব্য করুন