বাদাম চাষের ঐতিহ্য ধরে রেখেছেন হাকালুকি হাওর পাড়ের কৃষক মোহাম্মদ হোসেন

February 23, 2022,

আল আমিন আহমদ জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের বেলাগাও গ্রামের মৃত মহর আলীর ছেলে মোহাম্মদ হোসেন পিতার দেখানো বাদাম চাষের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন। মোহাম্মদ হোসেন প্রায় ১২ বছর প্রবাসে ছিলেন। প্রবাস জীবনের ইতি টেনে ২০০১ সালে দেশে পাড়ি জমান। দেশে এসে একটি সিএনজি-থ্রি হুইলার ক্রয় করে নিজেই চালক হিসেবে গাড়ীটি চালিয়ে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করছেন। পাশা-পাশি হাকালুকি হাওর পাড়ে নিজ ভূমিতে পিতার ঐতিহ্য ধরে রাখতে দেশিও বাদাম চাষ শুরু করেন। এখনো পর্যন্ত তিনি বাদাম চাষের সাথে সংপৃক্ত আছেন। প্রতি বছরের মতো এবারও তিনি প্রায় ১ একর জমিতে দেশিও জাতের বাদাম চাষ করেছেন।

সরেজমিন মোহাম্মদ হোসেনের সাথে কথা বলে জানা যায়, তিনি ১ একর জমির জন্য ৪০ কেজি বাদামের বীজ ক্রয় করেছেন। বাদামের বীজ ক্রয় বাবত খরচ হয়েছে  ৯হাজার ২শ টাকা। জমি তৈরী বীজ রোপন, আগাছা পরিস্কার ও ফসল উত্তোলনের সব কাজ তিনি নিজেই করেছেন। মাঘ মাসে বাদামের বীজ রোপন করেছেন। আগামী বৈশাখ মাসে উত্তোলন করবেন। এবার আবহাওয়া অনুকুলে থাকলে ২৫ মন বাদাম পাওয়া যাবে । আশা করছেন, খরচ বাদ দিয়ে প্রতি কেজি বাদাম ১০০ টাকা দরে বিক্রি হলে লাভ থাকবে অন্তত ৮৫ থেকে ৯০ হাজার টাকা। তিনি বর্তমানে সিএনজি- থ্রি হুইলার ও কৃষি কাজ করে প্রাবাস থেকেও ভালো আয় করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com