বাবা সবজি বিক্রেতা,মা গৃহকর্মী আর মেয়ে পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি
May 4, 2016,
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার পৌর এলাকার বড়কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার মৌলভীবাজার পৌরসভার দ্বারক এলাকায় বসবাসকারী আব্দুল বারেক ও সাজেরা বেগমের সন্তান,তাদের গ্রামের বাড়ী নেত্রকোনা জেলায়।
উল্লেখ্য,সুমাইয়ার বাবা একজন ভাসমান সবজি বিক্রেতা ও মা বাসাবাড়ীতে গৃহকর্মীর কাজ করেন। সুমাইয়া বর্তমানে মৌলভীবাজার আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
মেয়ের বৃত্তি পাওয়ার খবর শুনে মা সাজেরা বেগম কান্না জড়ানো কন্ঠে বলেন,চার সন্তান নিয়ে অভাবের সংসার,একবেলা খেয়ে আবার কোনো দিন না খেয়ে মেয়ের পড়ালেখার খরছ চালিয়েছি,তিনি সবার কাছে সুমাইয়ার জন্য দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন
মন্তব্য করুন