বারমিংহামে ইয়াং টেলেন্ট এওয়ার্ড-১৬ অনুষ্ঠিত
লন্ডন প্রতিনিধি॥ বারমিংহামে বিশেষ সম্মাননা এওয়ার্ড লাভ করেছে শেখ জুমানা জাহানারা জাহিদ ও শেখ জুনায়াদে জাব্বার জাহিদ। গত রোববার, বারমিংহামে দ্বিতীয় বারের মত বৃটেন ইয়াং টেলেন্ট এওয়ার্ড জমকালো অনুষ্ঠান হয়ে গেল। বৃটেনের বিভিন্ন শহর থেকে কমিউনিটির বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এওয়ার্ড অনুষ্ঠানটি এক পারিবারিক প্রানোজ্বল অনুষ্ঠানের এক নবচেতনার রুপ লাভ করে। এই অনুষ্ঠানে এইবার বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠী শিল্পী লেজেন্ডারি সাবিনা ইয়াসমিন। তাঁর মন মাতানো গানে পুরো অনুষ্ঠানকে বিমোহিত করে তুলেন। উক্ত অনুষ্ঠানে বারমিংহামের লর্ড মেয়র কার্ল রিচ এর কাছ থেকে কার্ডিফের শেখ জুমানা জাহানারা জাহিদ এবং শেখ জুনায়েদ জাব্বার জাহিদ তাদের সম্মাননা এওয়াার্ড সার্টিফিকেট গ্রহন করেন। ২০১৪ সালে যুক্তরাজ্যে শ্রেষ্ঠ মা এওয়াার্ড প্রাপ্ত শেখ জেসমিন নাহার জাহিদের সন্তান শেখ জুমানা জাহানারা জাহিদ এবং শেখ জুনায়েদ জাব্বার জাহিদ ছোট বেলা থেকে নৃত্য’সহ বাংঙালি সংস্কৃতির সাথে পারিবারিক ভাবে অতঃপ্রেত জড়িত। শেখ জুমানা ইনস্টুমেন্টেও স্কুল লেভেলে খুবই পারদর্শী। তারা ভাই-বোন কার্ডিফ ছাড়াও বৃটেনের বিভিন্ন শহরে নৃত্য পরিবেশন করে থাকেন। তাদের পিতা শেখ জাহিদ জাব্বার এবং মা জেসমিন নাহার জাহিদ সন্তানদের সাফল্য কামনায় সিলেটসহ বাংলাদেশের সবার কাছে দোয়াা চেয়েছেন। শেখ জেসমিন নাহার জাহিদ এওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বৃটিশ নাগরিক খেলাধুলায় চ্যাম্পিয়ান আজমাইন রহমানের হাতে সনদপত্র ও ক্রেষ্ট তোলে দেন। ওপর দিকে জেসমিন নাহার জাহিদ বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠ শিল্পী সাবিনা ইসমিন’কে উপহার সামগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় এম,পি এবং যুক্তরাজ্যে নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জুলকার নায়িন’সহ স্থানীয় সাংবাদিক, লেখক-সাহিত্যিক ও কাউন্সিলার কৃন্দ। অনুষ্টানের চেয়ারম্যান জুবায়ের আলম সহ সংশ্লিষ্ট সকলকে তাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আগামী দিনের জন্য শুভ কামনা করেন।
মন্তব্য করুন