বার্মিংহামের সাংস্কৃতিক সংগঠন মাটির এক হাজার স্কয়ার ফুট পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান

March 18, 2017,

আব্দুল আল আমান॥ ব্রিটিশ এশিয়ান বাংলদেশী ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি- মাটির পক্ষ থেকে প্রবাসের মাটিতে বেড়ে উঠা আমাদের নবপ্রজন্মেকে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের প্রতীক আমাদের অহংকার. আমাদের পতাকা. ও আমাদের কন্ঠ জাতীয় সংগীত এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মানসে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক হাজার স্কয়ার ফুট পতাকা উত্তোলনের মাধ্যমে মু্ক্িতযুদ্ধের স্মৃতিবিজড়িত বটেনের বামিংহামের ঐতিহাসিক স্মলহীথ পার্কে প্রবাসের মাটিতে নব ইতিহাস সূচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।এই মহতি পোগ্রামকে সফল করার লক্ষে বৃটেনের বিভিন্ন শহরের ন্যায় ১৪ মার্চ ওয়েলসের নিউপোট শহরে এক রোড শো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন পোগ্রামের ওয়েলসের এম্বাসেডর. কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর এর সভাপতিত্বে ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলসের সেক্রেটারি শাহ্ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় হাজার ফুট পতাকা উত্তোলন সম্পর্কে বিস্থারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন মাটির কো-অর্ডিনেটর সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক আশরাফুল ওয়াহিদ দুলাল। মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমেদ, ও বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ. নিউপোটের কমিউনিটি নেতা শেখ তাহির উল্লাহ. জি এস সি ওয়েলসের চেয়ারপার্সন আসকর আলী. মাসুদ আহমদ. শেখ মোহাম্মদ আনোয়ার. লিয়াকত আলী.আমিরুল ইসলাম বেলাল. আবু হায়দার চৌধুরী সুইট. সাহিদুর রহমান রহমান সুহেল আসাদ মিয়া. ছালিক মিয়া. সৈয়দ আমান উল্লাহ খোকন. ইউসুফ খান জিমি. বদর চৌধুরী বাবর. বেলায়েত হোসেন খান. রকিবুর রহমান. ফখরুল ইসলাম. এম এ রউফ. সালেহ আহমদ. ইকবাল আহমদ.নুর মিযা. আব্দুল ওয়াহিদ বাবুল. আনহার মিয়া.রুহুল আমিন. সিতাব আলী. কামরুল ইসলাম. মোহাম্মদ আজহার. জাংগীর আলম. মকলিস মিয়া. আশরাফুল ইসলাম. সহ কাডিফ ও নিউপোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বামিংহাম থেকে আগত উদ্দোক্তারা তাদের বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পোগ্রামের নানা দিক তুলে ধরেন এবং আগামী ২৬ মার্চের পতাকা উত্তোলন অনুষ্ঠানের আমন্ত্রণ জানান। সভাপতির বক্তব্যে পতাকা উত্তোলন পোগ্রামের ওয়েলসের এম্বাসেডর কমিউনিটিনেতা মকিস মনসুর আহমদ সহ সকল বক্তারা এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এর মাধ্যমে শুধু আমাদের নবপ্রজন্মকে নয়. সারা বিশ্বের সামনে আমাদের লাল, বৃত্ত সবুজ পতাকাকে পরিচয় করিয়ে দিতে একটি সাহসী ও সময়োপযোগী কাজ করতে যাচ্ছেন সাংস্কৃতিক সংগঠক আশরাফুল ওয়াহিদ দুলাল। এজন্য বক্তারা মাটির সবাইকে অভিনন্দন জানিয়ে হাজার স্কয়ার ফুট পতাকা উত্তোলনের অনুষ্ঠানে শরীক হয়ে গর্বিত ইতিহাসের অংশীদার হওয়ার আহবান জানান। পরিশেষে জিএসসির ওযয়েলসের সেক্রেটারি বিশিষ্ট ব্যাবসায়ী শাহ্ শাফি কাদিরের পক্ষ থেকে আগত সবাইকে আপ্যায়ন করানোর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com