বার্সেলোনায় বাংলাদেশী ব্যবসায়ীদের বিশাল বিক্ষোভ মিছিল
মুবিন খান: ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও চুরের উপদ্রব নিরসনের দাবীতে স্পেনের শহর বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান আলিমেন্তাশিয়ন (গ্রোসারী শপ) ব্যবসায়ীদের উদ্যেগে বিক্ষোভ র্যালী (মেনুফেস্তাসিয়ন) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারী বিকেলে ব্যবসায়ীদের সংগঠন আলিমেন্তাসিয়ন মালিক সমিতির আয়োজনে বার্সেলোনার প্লাসা পেদ্রোতে এই র্যালী (মেনুফেস্তাসিয়ন) সম্পন্ন হয়।
র্যালীতে উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন, বার্সেলোনা আলিমেস্তাসিয়ন মালিক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শিপলু আহমদ নিয়াজী, যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ, যুগ্ম আহ্বায়ক খোকন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক করিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক কবির আহমদ, যুগ্ম ফারুক বয়াতি, যুগ্ম আহ্বায়ক রায়হান আহমদ, যুগ্ম আহমদ নিজাম উদ্দিন শাহিন, ব্যবসায়ী ও সাংবাদিক আফাজ জনি প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বার্সেলোনার কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল বাছিত কয়ছর, আবুল কালাম, জাহাঙ্গির আলম, মানবাধিকার কর্মী ফয়সল হাসান, ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এসময় র্যালী পরবর্তী সমাবেশে ব্যবসায়ীরা বিভিন্ন দাবী পেশ করেন, তারমধ্যে অন্যতম চোরের উপদ্রব বন্ধ করার জন্য দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া। কর্মরত কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ব্যবসায়ীদের উপর আর্পিত বিভিন্ন ধরনের ট্যাক্স সিমিত করা।
মন্তব্য করুন