বাল্য বিবাহের অপরাধে মেম্বারসহ ৫ জনের সাজা

November 3, 2016,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার রাখা গ্রামে ৩ নভেম্বর বৃহস্পতিবার বিবাহ অনুষ্টান থেকে বর বাবলু মিয়া (২৮) ও কনে রিতা বেগমকে (১৩) গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহের অপরাধে আটক করে নিয়ে আসে সদর থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে বর্তমান মেম্বারসহ ৫জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

11সাজাপ্রাপ্তরা হলো-বর বাবুল মিয়া (২৮), মেয়ের বাবা এলাইছ মিয়া, মেম্বার জমসেদ খাঁন, বরের ভাই ও জিলু মিয়া  পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রাখা গ্রামের এলাইছ মিয়ার ১৩ বছরের মেয়ে রিতা বেগমের সাথে একই উপজেলার খইলনপুর গ্রামের কালা মিয়ার ছেলে দিনমজুর বাবুল মিয়ার পূর্ব নির্ধারিত বিবাহ কনের বাড়িতে অনুষ্ঠিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসের এর নেতৃত্বে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও কনেসহ ১৫ জনকে আটক করে নিয়ে আসে। তাৎক্ষণিক ইউএনও ইকবাল হোসেন কনকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জমসেদ খাঁনসহ ৫জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com