বায়োকেমিস্ট্রি বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য জার্মানি পাড়ি দিল শ্রীমঙ্গলের ইশরাত নাহের
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জার্মানির ফ্রেড্রিক শিলার ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি বিষয়ের উপর উচ্চ শিক্ষা গ্রহনের জন্য জার্মানি পাড়ি দিয়েছে শ্রীমঙ্গলের ইশরাত নাহের।
নারীদের স্ব্যাস্থ্য সমস্যা নিয়ে আমাদের সমাজে সৃুষ্ট হয় নানা ধরনের জটিলতা। দেশে ক’জন নারী’ই বা আছেন যে নিজের স্ব্যাস্থ্য সমস্যা নিয়ে ভাবতে। নারীর বন্ধ্যাত্ব, পরিবার পরিকল্পনা, যৌনশিক্ষা নিয়ে পশ্চাৎপদতা ও মানসিক স্বাস্থ্য-এ বিষয়গুলো নিয়ে পরিবার ও সমাজে সৃষ্টি হয় নানা রকম জটিলতা। যার কারনে কোনো কোনো সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে সুন্দর সাজানো তৈরি স্বপ্নের ভুবন। নারীদের স্ব্যাস্থ্য সমস্যার কথা লজ্জায় কখনো কারে কাছে বলতে চায় না। আর এটিই একটা সময় বড় ধরনের স্ব্যাস্থ্য সমস্যা হয়ে দাড়াঁয়। একই সুতায় গাঁথা বিষয়গুলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কৃতি সন্তান ইশরাত নাহেরের ভাবনার জগতে নাড়া দেয়। বিষয়টি শুধু তাঁর ভাবনায় আর আবদ্ধ থাকেনি। এ নিয়ে যুক্ত হন গবেষণার কাজে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশের হয়ে কাজ করছেন ইশরাত নাহের। তার গবেষণার বিষয় যৌনশিক্ষা ও মানসিক স্বাস্থ্য। এরই ধারাবাহিকতায় গত বছর তিনি নিজে একটি পাইলট প্রজেক্ট শুরু করেছেন। এই প্রকল্পে ইশরাত কাজ করছেন বন্ধ্যাত্ব, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, গর্ভপাত, পিরিয়ড, প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকাল ও মাতৃত্ব নিয়ে। তার এই গবেষণা দেশের গন্ডি ছাড়িয়েছে। এরই মধ্যে গবেষণার জন্য স্বীকৃতিও পেয়েছেন ইশরাত নাহের।
১২ সেপ্টেম্বর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডশেন প্রকাশিত ওয়ানটোয়েন্টি আন্ডার ফরটি: দ্য নিউ জেনারেশন অব ফ্যামেলি প্ল্যানিং লিডার পুরস্কারপ্রাপ্তদের তালিকায় বাংলাদেশের ইশরাত নাহেরের নামটিও রয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউট ফর পপুলেশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ গত বছর থেকে পরিবার ও পরিকল্পনা বিষয়ে গবেষক বাছাইয়ের এক আয়োজন করছে। সারা বিশ্ব থেকে এ বছর নির্বাচন করা হয়েছে ৪০ জন তরুণকে। নির্বাচনের ভিত্তি ছিল অনলাইন ভোট এবং বিচারকমন্ডলীর দেওয়া নম্বর। ধাপে ধাপে ২০১৯ সাল পর্যন্ত ১২০ জন নির্বাচিত হবেন, যাঁরা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।
ইশরাত নাহের প্রতিনিধিকে বলেন, আমরা এমন একটা সমাজে বেড়ে উঠেছি, যেখানে নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হয়। কাজ করতে গিয়ে অনেক বাধা আসে। আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থায় সেক্স এডুকেশনকে এখনো ট্যাবু হিসেবে ধরা হয়। আমরা এটা নিয়ে কথা বলি না। লজ্জা পাই। অন্যকে জানাই না। তাই তো ইশরাত মনে করেন, এ রকম আয়োজনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা অনেক আশার আলো দেখায়। এ রকম বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে ইশরাত নাহেরের কোনো বাধা ছিল না। জানালেন কাজের ক্ষেত্রে বড় অনুপ্রেরণা তার বাবা। আশপাশের মানুষও তাঁকে সহযোগিতা করে যাচ্ছেন।
বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা ইশরাতের কাজের একটি বড় অংশ জুড়ে রয়েছে। এ নিয়ে অনেক নারী দুর্ভোগের শিকার হচ্ছেন। সন্তান না হলে পরিবার, সমাজ প্রথমেই নারীর দোষ দেয়। এটা যে নারীর একার কোনো দুর্বলতা না, সে ব্যাপারে অনেকেই সচেতন নন। এ ছাড়া ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের অনেক মানসিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তাদের অনেক কিছুই জানতে দেওয়া হয় না। বয়ঃসন্ধিকালে শিশুরা সব জানবে। কিন্তু প্রশ্ন করলে তাদের বলা হয়, এসব তোমাদের জানার দরকার নেই। একটা অন্ধকার পথে হাঁটতে হয় শিশু-কিশোরদের। এ ক্ষেত্রে নারীদেরই ঘরে-বাইরে সমস্যা বেশি।
ইসরাত জানায় নিজের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করতে চান। এ ক্ষেত্রে তাঁর কিছু পরিকল্পনা আছে। উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসতে চান। বললেন,স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। কাউন্সেলিং ও লেখালেখি করতে চাই।
ইশরাত নাহের তাঁর গবেষণার মধ্য দিয়ে যে আলোর রেখা পেয়েছেন, সেই রেখা ধরে আরও বহু দূর যেতে চান। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পাওয়া স্বীকৃতিকে সেই লক্ষ্যে পৌঁছার একটা অন্যতম প্রেরণা হিসেবে দেখছেন তিনি।
ইশরাত নাহের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাগরদীঘি সড়কের বাসিন্দা । বাবা উপজেলা আওয়ামীলীগের সহ স¤পাদক সহিদ হোসেন ইকবাল এবং মা রওশন ইকবাল। চার ভাইবোনের মধ্যে ইশরাত সবার বড়। কাছের মানুষদের কাছে তিনি ইরিনা নামেই পরিচিত। পড়াশোনা করেছেন শ্রীমঙ্গলের দ্য বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। ফার্মেসিতে ¯œাতক হয়েছেন র্ব্যাক বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষানবিশি করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। ১ অক্টোবর রাতে ¯œাতকোত্তর পড়ার জন্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
মন্তব্য করুন