বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

May 11, 2016,

স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ ও ১০ মে সকাল ১০ ঘটিকা থেকে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে দাতা সংস্থা আন্ধেরী হিলফি ও অরবিস ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন মসজিদের ইমাম, সনাতন ধর্মীয় নের্তৃবৃন্দ, খ্রীষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ, ক্যাম্প অর্গানাইজার, রেড ক্রিসেন্ট সদস্য এবং বিভিন্ন এন জি ও কর্মীদের অংশগ্রহণে “প্রাথমিক চক্ষু পরিচর্যা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, এডভোকেট-এর সভাপতিত্বে এবং বি এন এস বি-এর ম্যানেজার এডমিনিষ্ট্রেশন এহসানুল মান্নান-এর পরিচালনায় কর্মশালার প্রথম দিনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক এবং দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল খালিক।

DSC01071
কর্মশালাটি বিকেল ৪-০০ ঘটিকা পর্যন্ত চলে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিএনএসবি-এর সহকারী সার্জন ডাঃ আব্দুল মান্নান মুনিম এবং রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীগণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com