‘আসল ভিশনের বিরুদ্ধে নকল ভিশন দাঁড় করাচ্ছে বিএনপি’
এস এম উমেদ আলী॥ বিএনপির ‘ভিশন ২০৩০’-এর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আসল ভিশনের বিরুদ্ধে নকল ভিশন দাঁড় করাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার আসল ভিশনের বিরুদ্ধে নকল ভিশন দাঁড় করিয়ে আগামী নির্বাচনে জেতার লোকদেখানো এ অপকৌশল কোনোদিনও সফল হবে না।’
৯ মে মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে তিনি হাকালুকি হাওর এলাকার দুর্গতদের ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন হেলিকপ্টারে করে মৌলভীবাজার যান। সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা উপজেলার সুজানগর হেলিপ্যাডে নামে ওই হেলিকপ্টার।
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সব ব্যাপারেই তাদের পুরোনো একটা ভাঙা রেকর্ড আছে। মানি না, মানব না। শেষ পর্যন্ত ঠিকই মানবে। শেষ পর্যন্ত ঠিকই আসবে। শেষ পর্যন্ত ঠিকই ইলেকশন তারা করবে এবং সে প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। মির্জা ফখরুল তো ৯০০ প্রার্থী দাঁড় করিয়েছেন। আমি জানি না ৩০০ সিটে ৯০০ প্রার্থীর কারণেই কি আজ জেলায় জেলায় মারামারি হচ্ছে। নিজেদের সভা নিজেরা প- করছে। এখন তো আগামীকাল ভিশন। আসল ভিশনের বিরুদ্ধে নকল ভিশন দাঁড় করাচ্ছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিদেশের কাছে নালিশ করতে করতে তাঁদের সময় চলে গেছে। এখন তারা বেপরোয়া। এ দলটিই বেপরোয়া। এখন হঠাৎ করে বলছে ভিশন ২০৩০।’
দুর্গতদের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য যা যা দরকার, এসবই সরকারের পক্ষ থেকে করা হবে। আমি এখানে দাঁড়িয়েই মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। আমি ফিরে আবার খোঁজখবর নেব। মনিটর করব। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণকে যা বলে গেলাম, তা সত্যিকার অর্থে বাস্তবায়ন হলো কি না তার খোঁজ নেব।’
হাকালুকি হাওর এলাকার বড়লেখা ও জুড়ী উপজেলায় ৬০০ জন দুর্গতকে ২০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে দেন ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশফাকুর রহমান, পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. ফিরোজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক নেছার আহমদ, আওয়ামীলীগ নেতা এম এ রহিম সিআইপি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল¬াহ আল মামুন, জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন।
মন্তব্য করুন