বিএনপি দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছে- নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

January 26, 2025,

স্টাফ রিপোর্টার : নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের অনেক জুলুম অত্যাচার করেছে। অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছে। তারা দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছেন। মাথা ঠান্ডা রাখুন, ড. ইউনুস  ডিসেম্বর অথবা চব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

তিনি ড. ইউনুসকে উদ্দ্যেশ্য করে আরও বলেন, জুলাই ঘোষনা পত্র দ্রুত দিতে হবে। এটি নিয়ে যদি ড. ইউনুস  কোন গড়িমসি করেন তালে তার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মানে শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগনের সাথে মতবিনিময় কালে মূখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

রোববার ২৬ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় পৌর অডিটোরিয়ামে কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাসের সভাপতিত্বে  আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমদ, তাসনূভা জাবীন, সামছুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ, সাদিয়া ফারজানা দিনা, শেখ নূরে আলম হামিদী, মুফতি শেখ শিব্বির আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন তাদের বক্তব্যে তারা বলেন, বিগত ১৫ বছর তাদের উপর ফ্যাসিষ্ট সরকার বিভিন্ন দিবস থেকে শুরু করে নানা বিষয় এমন ভাবে চাপিয়ে দিয়েছিলে। সবাই বাধ্য হয়ে মানতে হতো, না মানলে হুমকি ধামকি জেল জুলুম ছিলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষের নিত্য সঙ্গী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com