বিএমএসএফ কেন্দ্রিয় কমিটি পূনর্গঠণ ইসমাইল সহ-সভাপতি বাবলা সদস্য নির্বাচিত

July 31, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ এসএম সহিদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং আহমেদ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পূনর্গঠণ করা হয়েছে। এতে বিএমএসএফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইসমাইল মাহমুদ সহ-সভাপতি এবং বিএমএসএফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ’র শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার বাবলা সদস্য নির্বাচিত হয়েছেন। ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংগঠনের ৩য় বর্ষপূর্তি ও বর্ধিত সভায় বিএমএসএফ এর কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পূনর্গঠন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দেয়।
এদিকে বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে ইসমাইল মাহমুদ ও সদস্য পদে আবুজার বাবলা নির্বাচিত হওয়ায় বিএসএসএফ শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com