বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতন বাড়ছে

February 13, 2017,

এহসান বিন মুজাহির॥ সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের দর্পন। প্রতিদিন সংবাদ পিপাসু মানুষের দ্বারে নতুন নতুন খবর নিয়ে হাজির হন সাংবাদিকরা। সংবাদকর্মীদের লিখনি এবং সংবাদ উপস্থাপনের মাধ্যমে সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেন এবং সমস্যার সমাধানের পথ বের করে দেন। নির্যাতিত মানুষ শেষ আশ্রয়স্থল হিসাবে সাংবাদিকদের দারস্থ হয়। আর সাংবাদিকরা জাতির সামনে উপস্থাপন করেন সুবিধা বঞ্চিত মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না,সফলতা ও ব্যর্থতার গল্প। কিন্তু সেই সাংবাদিক যখন নির্যাতিত হন, খুনের শিকার হয় তখন নিরীহ নাগরিকের অবস্থান কোন পর্যায়ের একদম সুস্পষ্ট।
আমরা অতীতের দিকে ফিরে তাকালে দেখতে পাই যে, বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও আক্রমণ অতীতের সব রেকর্ড অতিক্রম করে ফেলেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আশঙ্কাজনকভাবে বেড়েছে সাংবাদিক নির্যাতন আর হয়রানি। বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। পুলিশ, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী যখন যার অপকর্ম, দুর্নীতির খবর প্রকাশ পায় তখন তারাই সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসব হামলায় কখনও কখনও সাংবাদিকদের প্রাণ দিতে হয়। অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী-দুর্বৃত্তের স্পর্ধা বৃদ্ধি পাচ্ছে।
সাংবাদিকদের ওপর অযাচিত আক্রমণ, সহিংস ঘটনার বিচারিক তদন্তে দীর্ঘসূত্রতা, বিচারহীনতার সংস্কৃতির কারণে নির্যাতনের ঘটনা একের পর এক বেড়েই চলছে। সাংবাদিককে গুলি করে হত্যা করা, মারধর করা, বুটের আঘাতে পিষ্ট করা জাতির জন্য চরম লজ্জাজনক ও দুঃখজনক। জাতির বিবেক সাংবাদিকে গুলি করে হত্যা করা এটি জনগণকে গুলি করে হত্যা করার সামিল। এমন ঘটনায় জড়িতদের ছাড় দেয়া তথা সর্বোচ্চ শাস্তি না হওয়ার কারণে এহেন ঘটনা বেড়েই চলছে। সম্প্রতি সিরাজগঞ্জে দৈনিক সমকালের প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে সরকার দলীয় নেতা, মেয়র হামিদুল হক গুলি করে হত্যা করে বাংলাদেশে ইতিহাসে জঘন্যতম অধ্যায় রচনা করেছেন। সারা দেশে সাংবাদিকদের বিক্ষোভ আর প্রতিবাদে অবশেষে গ্রেফতারও করা হয়েছে মেয়র মীরুকে। শুধু বহিষ্কার আর গ্রেফতার করেই সরকার প্রশাসনের দায়িত্ব শেষ নয়।
আগামী দিন যাতে করে কেউ এধরণের ন্যাক্কারজনক ঘটনা না ঘটয় এবং সাংবাদিকদের নিরাপত্ত্বার স্বার্থেই মেয়র মীরুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সরকার-প্রশাসনের অন্যতম দায়িত্ব। এমন ঘটনা যেই ঘটাক তার যাথাযথ বিচার না হলে মনে করতে হবে এটা বাংলার প্রতিটি জনগণকে গুলি করে হত্যা করার বিচার না হওয়ার সামিল। সেজন্য সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
পাশাপশি সাগর রুনিসহ যে সব সাংবাদিকরা হত্যাকা-ে শিকার হয়েছে তাদের হত্যাকারীদের দ্রুতত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিশেষে বলছি পেশাগত দাঁয়িত্ব পালন করতে গেলে সাংবাদিককে যথার্থ নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছি সরকারের কাছে। সংবাদ সংগ্রহ করতে গেলে যাতে করে কোনো সাংবাদিক অসম্মানী, হামলা এবং নির্যাতনের শিকার না হন এ ব্যাপারে সরকারকে আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি করছি।
লেখক: ভাইস প্রিন্সিপাল, দারুল আজহার ইনস্টিটিউট, শ্রীমঙ্গল

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com