বিজয় দিবসে ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারি হাইকমিশনে প্রবাসীদের উপচে পড়া ভীড়!

December 17, 2024,

লন্ডন প্রতিনিধি : এ বছরের বিজয় দিবস ছিলো বিপ্লব পরবর্তী প্রথম বিজয় দিবস। বাংলাদেশ ও সারা বিশ্বের বাংলাদেশীদের মতো ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিও দেশ গড়ার নতুন প্রত্যয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছেন। এরই অংশ হিসাবে নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলো প্রবাসী বাংলাদেশীদের উপচে পড়া ভীড়।

বিদায়ী এসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সভাপতিত্ত্বে সমাবেশে নতুন এসিস্ট্যান্ট হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়ে শোনান হাইকমিশনের কর্মকর্তারা।

বিজয় সমাবেশে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিজয় দিবসের তাৎপর্য এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে বক্তব্য দেন রচডেল সিটির মেয়র আলী আহমেদ, মানচেস্টার সিটির কাউন্সিলর আহমেদ আলী, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশন নেবট্রা’র সভাপতি এম জি কিবরিয়া, উপদেষ্টা ফারুক যোশী, এম আহমেদ জুনেদ, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মিজান, নির্বাহী সদস্য বশীর আহমেদ, যুক্তরাজ্য বিএনপি জোন থ্রি’র সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি লিটন চৌধুরী, কমিউনিটি নেতা আমান আজমী, মনসুর আহমদ, কামাল খান, ফয়জুল ইসলাম, মোসাদ্দিক আহমেদ, সৈয়দ আহমেদ আলী, ওয়াহিদ মল্লিক, সৈয়দ জাবের আহমদ, গোলাম রব্বানীসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা হাইকমিশনের কনস্যুলার সার্ভিসের মানোন্নয়ন, নো ভিসা-ফি কমানো ও বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট চালু রাখার দাবি জানান। ম্যানচেস্টারস্থ বাংলাদেশী এসিস্ট্যান্ট হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সবার চোখে মুখে ছিলো নতুন বাংলাদেশের স্বপ্ন। আগতরা নতুন ও বিদায়ী হাইকমিশনারদের সাথে কুশল বিনিময় করেন। দোয়া ও সংক্ষিপ্ত আপ্যায়নের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com