বিজয় দিবসে সোসাইটি ফর হেল্পনেস হিউম্যান ন্যাচার এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

December 19, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় তৃণমূল ও ভাসমান প্রায় আড়াই শতাধিক মানুষের মাঝে পাঁচ টাকা মূল্যের বিনিময়ে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে সোসাইটি ফর হেল্পনেস হিউম্যান ন্যাচার এর উদ্যোগে খাবার বিতরণ উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি দ্বিপেন্দ্র ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সনাক সদস্য কবিতা রানী দাস, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সনাক সদস্য  জিডিডিশন প্রধান সুছিয়াং, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

সোসাইটি ফর হেল্পনেস হিউম্যান ন্যাচার এর সমন্বয়কারী আব্দুর রহিম সাহেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাজিব সরকার,দেলোয়ার হোসেন, মো, ইব্রাহিম মিয়া, কাজী নাফিজ  আহমেদ, ঝুমা আক্তার, শাহানাজ আক্তার,ইয়ারুন আক্তার, জুই দেব,সুবর্ণা দেব,অন্তরা ভট্টাচার্য ও শারমিন আক্তার প্রমুখ।

সংগঠনের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং জানান, তাদের এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে পরিবেশ রক্ষা, শহরে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ এবং বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। তারা এবার ৫ টাকা মূল্যে উন্নত মানের খাবার পরিবেশন এর  সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ বিশেষ দিবসে খাবারসহ এই সমস্ত মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। তিনি আরো জানান, ৫ টাকা প্রতিটি মূল্য রাখা হলেও তারা কোনো টাকা নিচ্ছেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com