বিজিবির অভিযানে ভারতীয় গরু ও চোরাই কাঠ জব্দ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা বিজিবি বুধবার পৃথক অভিযানে ৬টি ভারতীয় অবৈধ গরু ও দুইটি পিকআপসহ চোরাই কাঠ জব্দ করেছে। অবৈধ গরু কাস্টমসসে এবং পিকআপসহ চোরাই কাঠ স্থানীয় ফরেস্ট অফিসে জমা দিয়েছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, বড়লেখার বিওিসিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মুন্সি সাহাব উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩৮৪ হতে ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের ডিমাইবাজার এলাকা থেকে প্রায় ৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠভর্তি দুইটি পিকআপ জব্দ করেন। অপরদিকে বোবারথল বিওপির টহল কমান্ডার হাবিলদার আঞ্জু মিয়া তারাদরম এলাকা থেকে ৬টি ভারতীয় অবৈধ গরু আটক করেন।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক কর্ণেল নেয়ামুল কবীর দুইটি পিকআপসহ অবৈধ কাঠ জব্দ ও ভারতীয় গরু আটকের সত্যতা স্বীকার করে জানান, কাঠ ও গরু সংশ্লিষ্ট বিভাগে জমা দেয়া হয়েছে।
মন্তব্য করুন