বিজিবির উন্নয়ন পরিকল্পনা ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন হলে দেশের মাদক চোরাচালান ও দেশে মাদক ব্যবহার কমে যাবে
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক আটক মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বডার্র গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, বিজিবির উন্নয়ন পরিকল্পনা ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন হলে দেশের মাদক দ্রব্য চোরাচালান ও মাদক ব্যবহার কমে যাবে।
তিনি জানান, বডার্র এলাকায় সীমান্ত সড়ক, বিদ্যুৎ ও সীমান্ত হাটগুলো স্থাপিত হয়ে গেলে ঐ জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং বেকার যুবকদের কর্ম সংস্থানের সুযোগ হবে এতে সীমান্তে যারা মাদক চোরা কারবারের সাথে জড়িত তারা আর এ পেশায় যাবেনা। অন্যদিকে মাদকদ্রব্য না আসলে যুব সমাজও এর নাগাল পাবেনা।
২ মার্চ বৃহম্পতিবার বিকেলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি কর্তৃক উদ্বারকৃত এ মাদকদ্রব্য বিনষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিবিজি সরাইল রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, শ্রীমঙ্গল সেক্টারের সেক্টর কমার্ন্ডার কর্ণেল মো: আশরাফুল ইসলাম , ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক , লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন , ৪৬ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এসএম আনিসুজ্জামান, মৌলভীবাজার জেলা অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ।
শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম জানান, এ সময় গাজাঁ, ফেন্সিডিল, বাংলা মদ, বিয়ার, কোরেক্্র সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন প্রকারের প্রায় ৩ কোটি ৩৮ লক্ষ ১৮ হাজার ৩ শত ৮০ টাকার মাদক দ্রব্য দ্রব্য ধ্বংস করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, মাদক নির্মূল করতে হলে আমাদের পারিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবার তার সন্তানদের প্রতি যতœবান হলে সে পরিবারের সন্তান দেশের বোজা না হয়ে সে হবে দেশের সম্পদ।
মন্তব্য করুন