বিজিবি’র গোপন অভিযান : বড়লেখায় অবৈধ বাঁশভর্তি পিকআপ ভ্যান জব্দ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে রোববার ১৩ নভেম্বর ভোরে বিজিবি’র টহল দল অবৈধ মুলিবাশ ভর্তি একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এসময় পিকআপের চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়। এব্যাপারে বনআইনে মামলা হয়েছে।
বিজিবি’র ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলার রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে মুলিবাশ পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে জুড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েক আব্দুস সাত্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দক্ষিণভাগ ইউপির জামকান্দি এলাকা থেকে সহস্রাধিক মুলিবাশ ভর্তি নম্বর প্লেটবিহীন একটি পিকআপ ভ্যান জব্দ করেন। এসময় পিকআপ ভ্যানের চালক ও চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি’র ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবীর জানান, জব্দকৃত অবৈধ মুলিবাশসহ পিকআপ ভ্যান গাজীপুর বনবিটে জমা দেয়া হয়েছে। যার সিজার মূল্য সাড়ে ১৮ লাখ টাকা।
মন্তব্য করুন