বিজিবি’র পৃথক অভিযান বড়লেখায় ৬ ভারতীয় চোরাই গরু উদ্ধার
April 20, 2017,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মঙ্গলবার রাতে ৬টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছেন।
১৯ এপ্রিল বুধবার বিকেলে লাতু ক্যাম্পে কাস্টমস কর্মকর্তারা গরুগুলো নিলামে ৮৬ হাজার টাকায় বিক্রী করেছেন।
জানা গেছে, ৫২ বিজিবি’র আওতাধীন বড়লেখার বোবারথল ও লাতু ক্যাম্পের টহল বাহিনী মঙ্গলবার রাতে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করে। কাস্টমস কর্মকর্তারা বুধবার বিকেলে লাতু ক্যাম্পে বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে চোরাই গরুর নিলামের আয়োজন করেন।
কাস্টমস’র সহকারী রেভিনিউ কর্মকর্তা হাফেজ উদ্দিন মন্ডল জানান, বিজিবি’র উদ্ধার করা ৬টি ভারতীয় চোরাই গরু প্রকাশ্য নিলাম লাতু বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এতে সরকারের ৮৬ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।
মন্তব্য করুন