বিজিবির হাতে সিন্দুরখান বাজার কমিটির সেক্রেটারীসহ দ্ইু ইয়াবা ব্যবসায়ী আটক

August 8, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলার সিন্দুরখাঁন সীমান্তের কুঞ্জবন গ্রামে ইয়াবাসহ আমিন মিয়া ও খুর্শেদ মিয়া নামে দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, সিন্দুরখান বাজার কমিটির সেক্রেটারী আমিন মিয়া নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে সারা উপজেলাসহ পুরো জেলাব্যাপী ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল এমন সংবাদ বিজিবির কাছে ছিল। এর পর থেকেই তাকে ধরতে সিন্দুরখান বিজিবি তৎপর হয়ে শনিবার ৬ আগষ্ট দিবাগত রাত তিন টার দিকে কুঞ্জবন গ্রাম থেকে সিন্দুরখান বিওপি’র বিজিবির একটি দল সিন্দুর খান ইউনিয়নের কামার গাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে আমিন মিয়া ও কুঞ্জবন গ্রামের জমির উদ্দিনের ছেলে খুর্শেদ মিয়াকে কুঞ্জবন গ্রাম থেকে ৮পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, আমিন তাঁর ভাতিজা মান্নান এর মাধ্যমে একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে তোলে উপজেলাসহ জেলাব্যাপী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগ রয়েছে। মান্নান পুলিশের খাতায় তালিকা ভূক্ত একজন মাদক ব্যবসায়ি। এ পর্যন্ত সে একাধিকবার শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

এদিকে আমিন ও তাঁর সহযোগী খুর্শেদকে সিন্দুরখান বিজিবি ক্যাম্প থেকে ছাড়িয়ে নিতে শনিবার সকাল থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিজিবি’র কাছে ধরনা দেয়।

বিজিবির হাতে আটকের বিষয়টি ছড়িয়ে পড়ায় ক্যাম্পের আশপাশে উৎসুক জনতার উপচেপড়া ভিড় ছিল।

স্থানীয় এলাকাবাসী বিজিবির এ অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এধরনের অভিযান অব্যাহত থাকলে  মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না মাদক ব্যবসায়িরা। এলাকার যুবসমাজ বিপথগামী হবে না। বিজিবির এধরনের অভিযান এলাকায় অব্যাহত রাখার দাবী তুলেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com