বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে শ্রীমঙ্গলে প্রমোটিং সায়েন্স এডুকেশন ইন সেকেন্ডারি স্কুলস শীর্ষক সেমিনার

June 27, 2024,

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে প্রমোটিং সায়েন্স এডুকেশন ইন সেকেন্ডারি স্কুলস শীর্ষক সেমিনার বৃহস্পতিবার ২৭ জুন সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশনের (এমসিডা) আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের
(বিএফএফ) সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত দাস, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাস্টার ট্রেইনার কাজল কলি প্রমুখ।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য নিয়ে বিস্তারিত আলোকপাত করেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।
সেমিনারে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, মাস্টার ট্রেইনার, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com