বিজয় দিবসে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসুচি পালন করেছে দারুল আজহার ক্যাডেট মাদরাসার শ্রীমঙ্গল ক্যাম্পাস
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় সদ্যপ্রতিষ্ঠিত যুগপোযুগি ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের আয়োজনে দারুল আজহার মাদরাসা ক্যাম্পাসে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায়, ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসুচি ২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো। দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের সভাপতিত্বে ও কলামিস্ট সাংবাদিক এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দারুল আজহার শ্রীমঙ্গল ক্যাম্পাসের উপদেষ্টা মাওলানা আয়েত আলী, মাওলানা এমএ রহিম নোমানী, খলিলুর রহমান শেরওয়ান প্রমুখ। উপস্থিত ছিলেন দারুল আজহারের শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, আব্দুস সুবহান প্রমুখ। অনুষ্ঠানে দারুল আজহার ক্যাডেট মাদরাসাসহ শহরতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৬ জন ছাত্র-ছাত্রী এবং ১৭১ জন অভিভাবক রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন। সকাল দশটায় শুরু হয়ে বিকাল পর্যন্ত কার্যক্রম চলে।
মন্তব্য করুন