বিজয় দিবসে স্বাধীনতার স্বাদ পেলো বেশ কিছু বণ্যপ্রাণী
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাঙ্গালী জাতির বিজয় দিবসে স্বাধীনতার স্বাদ পেলো বেশ কিছু বণ্যপ্রাণী।
১৬ ডিসেম্বর শুক্রবার বিকালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যোণে এ বণ্যপ্রাণীগুলো অবমুক্ত করা হয়। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যাপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগীতায় প্রাণী অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল জাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন লে; কর্ণেল সাজ্জাদ হোসেন, মেজর মিন্নাত. এসিএফ তবিবুর রহমান, বাংলাদেশ বণ্যাপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেস রঞ্জন দেব, শ্রীমঙ্গণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল হক, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বাজিৎ পাল ও ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ। ১টি মেছো বাঘ, ৩ টি বাদামী বানর,২টি গোন্ডেন কেট, ৭টি পরিয়ায়ী পাখি অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন