বিজয় দিবস উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগিতা (ভিডিও সহ)

December 18, 2016,

স্টাফ রিপোর্টার॥ বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে সিলেট বিভাগের ১২টি ঘোড়ার অংশ গ্রহনে মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর শনিবার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে সিলেট , মৌলভীবাজার , হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া থেকে ১২ টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। মৌলভীবাজার শহরে এধরনের আয়োজন উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় মৌলভীবাজার স্টেডিয়াম মাঠ।

img_3326প্রথম পর্যায়ে ৪ রাউন্ড দৌড়ের মাধ্যমে বাছাইকৃত ৪ টি ঘোড়ার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করে চুনারুঘাটের জালালী নামক ঘোড়া। ২য় ও ৩য় হয়েছে জগন্নাথপুরের মনিরাজ ও রনজীত নামক ঘোড়া। শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিরা। বিজয় দিবসের মহান দিনটিকে উৎসব মূখর করতে প্রতি বছরের মত এবাও এ ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com