বিজয় ম্যারাথন ২০২২ জুড়ীতে অনুষ্ঠিত

December 18, 2022,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে জুড়ী রানার্স কমিউনিটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় ম্যারাথন ২০২২।

শনিবার ১৭ই ডিসেম্বর সকাল ৭টায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠ হইতে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ পর্যন্ত ইউটার্ন হয়ে আবার কলেজ মাঠ পর্যন্ত ১০ কিলোমিটার ম্যারাথনে শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেয়।

এতে প্রথম স্থান অধিকারী পশ্চিম ভবানীপুর গ্রামের (শিক্ষার্থী) তারেক রহমানকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী হরিরামপুর গ্রামের (শিক্ষার্থী) শামসুল ইসলাম মাহিকে নগদ ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দুবাই প্রবাসী ইয়া হাবিবকে নগদ ২০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনার্স টপ টেনকে ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রথম পুরস্কার প্রদান করেন।

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাসের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল ফাহাদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তানভীর মাহতাব ভূঁইয়া স্পন্দন, প্রমিত দে, প্রান্ত দেবনাথ, সাব্বির হোসেন, জামিল, মাহদি, রাফি, সাঞ্জু, সালমান প্রমুখ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান- শীতের সকাল ঘন কুয়াশা ভেদ করে দৌড় শুরু করেন একদল তরুণ, যা থামে দীর্ঘ ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। প্রতিযোগিতায় প্রথম হওয়া সদ্য এস.এস.সি পাস করা তরুণ তারেক রহমান ৪৬ মিনিটে ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়। দ্বিতীয় হওয়া সামছুল ইসলামের সময় লাগে ৫০ মিনিট। আর তৃতীয় স্থান অর্জন করা দুবাই প্রবাসী তরুণ ইয়া হাবিবের সময় লাগে দেড় ঘণ্টা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com