বিনামূল্যে সুবিধাবঞ্চিত ১৩ শিশুকে সুন্নাতে খৎনা
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে সামাজিক সংগঠন দুই দিনের খেলাঘর এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের আল্লাহর ওয়াস্তে সুন্নাতে খাৎনা করানো হয়।
রোববার ২৬ফেব্রুয়ারি সকালে জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্নাতে খাৎনা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উদ্যোক্তা মঞ্জুরে আলম লাল, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কের সাবেক সভাপতি ইউনুছ মিয়া, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সমাজকর্মী খায়রুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফিজ লুৎফুর রহমান, শাকিল আহমদ, হাফিজ হাফিজুর রহমান, সংবাদকর্মী সালমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘দুই দিনের খেলাঘর’ আয়োজিত আল্লাহর ওয়াস্তে সুন্নাতে খাৎনা কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল খায়ের কাজল (আরিয়ান কাজল)-এর অর্থায়নে ৩য় পর্বে ১৩ জনকে খাৎনা করানো হয়। প্রত্যেককে লুঙ্গি, গেঞ্জি, ওষুধ, শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এর আগে দুই পর্বে এতিম, দরিদ্র ৩০ জন শিশুকে সুন্নাতে খাৎনা করানো হয়েছে। আল্লাহর ওয়াস্তে সুন্নাতে খাৎনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
মন্তব্য করুন