বিপুল উৎসাহ উদ্দিপনায় রথ উৎসব (ভিডিও সহ)

July 6, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা বুধবার বিকেলে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিভিন্ন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ রিকাবীবাজারে এসে জড়ো হয়। পরে পূজা অর্চনা শেষে রথগুলো নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নেয়া হয়।

DSC00630
রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।
৬ জুলাই বুধবার বিকেলে মৌলভীবাজার কালীবাড়ী ও শ্রীমঙ্গল অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ জিউ আখড়া থেকে রথযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে করে।
রথযাত্রার আনুষ্ঠানিক উদ্ধোধন করে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব,শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান।

DSC00634
হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী রথযাত্রায় অংশ নেন। নির্বিঘেœ যাতে ভক্তরা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য ব্যস্ততা ছিল স্বেচ্ছাসেবকদের মাঝে। সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন তৎপর।

Sequence-11
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

Sequence-11_3
এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সকালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com