বিব্রান্তিকর রায় লিখে বাংলাদেশকে কলংকিত করা হচ্ছে

August 28, 2017,

বিকুল চক্রবর্তী॥ আজকে যারা বাংলাদেশকে একটি বিব্রান্তকর পরিবেশে নিয়ে যাওয়ার জন্য উচ্চ পর্যাযের কর্মকর্তারা কথা বলছেন, রায় লিখছেন, তারা আজ বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। বিশ্বের কাছে এ দেশকে তারা কলংকিত করছেন। ৭১ সালে এদের অবস্থান ছিলো বাংলাদেশের বিরোদ্ধে, এখনও আছে আর ভবিষতেও থাকবে। আর যারা এমন করছেন তাদের বিরোদ্ধে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকতে হবে।
২৮ আগষ্ট সোমবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মধ্যে সোলার(সৌর বিদ্যুৎ) বিতরণ কালে এ কথা বলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
এ সময় এমপি আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র, এখানে সাম্প্রদায়িকতার স্থান নাই। তিনি বলেন, আজকে যারা নিজেই ন্যায় বিচার এবং নিজেই স্বচ্চ হতে পারেন নাই তারা আবার ন্যায় বিচারের কথা বলেন, আর যারা বিচার বিভাগকে কলংকিত করছেন তারা এ দেশের মানুষের বন্ধু হতে পারেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব।
অনুষ্টানে এমপি প্রায় একশ পঞ্চাশজন মুক্তিযোদ্ধাকে সোলার বিতরণ করেন। এসময় এমপি বলেন শুধু মুক্তিযোদ্ধানয় বিদ্যুৎ চলে গেলে যাতে সাংবাদিকরা কাজ করতে পারেন তাই শ্রীমঙ্গল প্রেসক্লাবকে ২৯টি সোলার দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com