বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৫-১৬ইং এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় ১১০ জন চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের অংশ গ্রহন করে। ক্রীড়া উৎসবে চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের দৌড়,রানিং লং জ্যাম্প,কুয়ার ভিতর বাহির,বল নিক্ষেপ ইত্যাদি। ক্রীড়া আনন্দ উৎসব শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের এর সভাপতিত্বে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। খেলা সার্বিক পরিচালনায় ছিলেন ডব্লিউ রায় বাবলু ও কমল অধিকারী প্রমুখ।
মন্তব্য করুন