বিশ্ব আদিবাসী দিবসে মৌলভীবাজারে ১০ হাজার আদিবাসী উচ্ছেদ আতংকে

August 9, 2016,

হোসাইন আহমদ॥  বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলিয় সিলেট বিভাগের সীমান্তবর্তী মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড়ে বসবার করছে ৪২ হাজার ৯ শত ১০ জন আদিবাসী। কিন্তু নেই তাদের নিজস্ব ভিটেমাটি কিংবা ফসলি জমি। অন্যের লিজ নেয়া পাহাড়ী জমিতে বসবাস করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে বছরের পর বছর ধরে। ভূমিহীন হিসাবে পরগাছার মতো বসবাস করায় তাদের দিন কাটে উচ্ছেদ আতংকে। অথচ তাদের নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য আজ দেশের বাজার ছাড়িয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্যে। এমন চিত্র মৌলভীবাজারে বসবাসরত ১০ হাজার আদিবাসী সমাজের। প্রতি বছরের ন্যায় মঙ্গলবার ৯ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস।

moulvibazar-pic-08-08-16-(3)
কিন্তু পরিবর্তনের এমন ছোয়ালাগেনি তাদের জীবনমানে। এ অঞ্চলের ক্ষুদ্র জনগোষ্টি মনিপুরি সম্প্রদায়ের তৈরি “মনিপুরি তাঁত”, খাসিয়াদের “পান” ও চা শ্রমিকদের “চা পাতা” এর সুনাম বহির্বিশ্বে। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ৯২ টি চা বাগান রয়েছে। এর মোটামুটি সবকটিতে তাদের বসবাস। এছাড়াও আদিবাসীদের মধ্যে রয়েছে সাঁওতাল, গারো ও ত্রিপুরা সম্প্রদায়। পাহাড়ের উপরে বসবাসকারী আদিবাসীরা বঞ্চিত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। ছেলে-মেয়েদেরকে শিক্ষিত করার জন্য নেই পর্যাপ্ত অধুনিক শিক্ষা প্রতিষ্টান। যার কারণে উন্নয়নের বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে এই বিশাল জনগোষ্টি। বঞ্চিত হচ্ছেন বিশুদ্ধ পানি, সেনিটেশন, শিক্ষা, চিকিৎসা ও যাতায়ত ব্যবস্থা থেকে। এমনকি তাদের মাতৃভাষাটা সুরক্ষা হচ্ছে না।

moulvibazar-pic-08-08-16-(2)
এসকল দাবি নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করলেও লাভমান হননি। উর্ধ্বতন কর্তৃপক্ষ দেয়নি সুনজর। জীবন যুদ্ধে তারা এক সংগ্রামী সৈনিক। তাদের দাবী আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা। এছাড়াও সমতলে আদিবাসীদের ভুমি কমিশন ব্যবস্থা চালু করে তাদের সকল সমস্যার সমাধান ও নিরাপত্তা দিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা আরও জোরালো ভূমিকা রাখতে পারবে। বিশ্ব আদিবাসী দিবসে এমনটাই প্রত্যাশা ক্ষুদ্র জাতি সত্তার এ জনগোষ্টির।
মনিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ বলেন, আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ভাগ্য পরিবর্তন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি প্রশিক্ষণ ও সহযোগীতা পেলে আরো এগিয়ে যেত পারব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com