মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥“কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা, এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
২১ জুলাই বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস এলাকায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম.আব্দুস সোহবান এর সভাপতিত্বে এরং সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান এর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী।
বক্তব্য রাখেন মাঠ কর্মী কাজল দাশ, পরিকল্পনা সহকারী দেবাশিষ দেব, পরিবার পরিকল্পনা পরিদর্শক মন্জু রানী রায়, কমিউনিটি ম্যাডিকেল কর্মকর্তা আব্দুল বাতেন ভুইয়া, এনজিও প্রতিনিধি আব্দুর রহিম, রেডিও পল্লী কন্ঠের ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান। পরে অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
মন্তব্য করুন