(ভিডিও সহ) বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ “জনগনের ক্ষমতায়ন,জাতির উন্নয়ন” এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় ১১ জুলাই মঙ্গলবার ২০১৭ইং বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা, পুরস্কার বিতরন ইত্যাদি। এ উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্র মৌলভীবাজারে দিনব্যাপী সেবাদান কর্মসুচি পালিত ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে প্রেসক্লাব প্রাঙ্গনে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম আব্দুস সোহবান এর সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসানের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন ডাঃ আব্দুল মন্নান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। পরে প্রধান বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত জেলা ও উপজেলা পর্য়ায়ে শ্রেষ্ট মাঠ কর্মকর্তা ,ইউপি চেয়ারম্যান, মাঠ কর্মীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
মন্তব্য করুন