বিশ্ব মঙ্গলার্থে হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেটে চলছে ৫ দিনের পদব্রজে সংর্কীতন শোভাযাত্রা

March 1, 2017,

বিকুল চক্রবর্তী॥ গৌরাঙ্গ মহা প্রভুর ৫৩১তম আবির্ভার তিথি উপলক্ষ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার শ্রী শ্রী শচীমাতা স্মৃতি তীর্থ ধাম থেকে বিশ্ব মঙ্গলকামনায় ৫দিনের পদব্রজ সংর্কীতন ১ মার্চ বুধবার মৌলভীবাজার অতিক্রম করে সিলেটের পথে পা দিয়েছে।
২ মার্চ বৃহস্পতিবার রাতে তাদের সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শ্রীধাম ঢাকা দক্ষিন মহা প্রভূর বাড়িতে পৌছার কথা রয়েছে এবং শুক্রবার সেখানে তারা আর্বিভাব মহোৎসবে যোগ দিবেন।
এর আগে শ্রী শ্রী শচীমাতা স্মৃতি তীর্থ ধাম এর অধ্যক্ষ শ্রী সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রম্মচারীর নেতৃত্বে হবিগঞ্জের মীরপুরের বড় গাও শ্রী শ্রী শচীমাতা স্মৃতি তীর্থ ধাম থেকে শতাধিক ভক্ত নিয়ে হরিনাম সংর্কীতন নিয়ে ঢাকা দক্ষিন মহাপ্রভুর বাড়ির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি যাত্রাপথে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, রাজনগর, ফেঞ্চুগঞ্জের কয়েকটি মন্দিরে রাত্রী যাপন করেন এবং প্রত্যেক এলাকা থেকেই তাদের সাথে নতুন নতুন ভক্ত নিজের ও দেশের মঙ্গলার্থে পদযাত্রায় যোগদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com