বিসিএর নতুন কমিটির প্রেসিডেন্ট মোস্তফা কামাল, সেক্রেটারী জেনারেল অলি খান ও সাইদুর বিপুল ট্রেজারার নির্বাচিত

May 25, 2017,

মকিস মনসুর॥ বৃটেনে বাঙ্গালীর ঐতিহ্যের স্মারক বাংলাদেশ ক্যাটারারর্স এ্যাসোসিয়েশন বিসিএ‘র নতুন কমিটি ২০১৭-২০১৯ দায়িত্ব গ্রহন করেছে।
২১ মে দুপুরে ৪০৩ হ্যারো রোডের ক্যাটারারর্স ভবনে বিদায়ী কমিটির প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সেক্রেটারী জেনারেল এম এ মোনিমের নেতৃত্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মিঃ মোস্তফা কামাল ইয়াকুব, সেক্রেটারী জেনারেল মিঃ অলি খান, চীপ ট্রেজারার মিঃ সাইদুর রহমান বিপুল, অর্গেনাইজিং সেক্রেটারী মিঃ মিঠু চৌধুরী. প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী মিঃ ফরহাদ হোনাইন টিপু।
বিসিএ‘র গঠনতন্ত মোতাবেক ক্যাটারারর্স নেতৃবৃন্দের মধ্যে আলোচনা সাপেক্ষে সকলের মতামতের ভিত্তিতে আর কোন প্রতিদ্বন্দি প্যানেল না থাকায় সর্ব সম্মতি ক্রমে নতুন কমিটিকে ২০১৭-২০১৯ সালের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনার মিঃ মাহমুদ হাসান এমবিই, মিঃ আজিজুর রহমান চৌধুরী ও কাউন্সিলার আব্দুল আজিজ তকি লিখিত ভাবে নতুন কমিটিকে অনুমোদন করেন। এখানে উলে¬খ্য যে পাশা খন্দকারের নেতৃত্বাধীন প্যানেল দীর্ঘ চার বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ক্যাটারারর্স নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com