বিসিএস কন্যা ডেইজি’কে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সম্মাননা প্রদান
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকারী ফাহমিদা ফেরদৌস ডেইজিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
২৫ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে ফাহমিদা ফেরদৌস ডেইজির হাতে সম্মাননা ও প্রাইজবন্ড তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ। এসময় টেলি কনফারেন্সের মাধ্যমে ডেইজিকে তার অসাধারন সাফল্যের জন্য অভিনন্দন জানান কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি রেজাউল হায়দার রাজু ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন দি নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, ডেইজীর ছোটবোন সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস সেইজী, লেখক ফারহানা বি হেনা, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, অনলাইন সাংবাদিক সমিতি জুড়ী উপজেলার সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইন প্রমূখ। প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহানাজ বলেন. সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ডেইজি কুলাউড়া তথা সিলেট বিভাগকে গৌরবান্বিত করেছে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এই সম্মান প্রদর্শন পরবর্তী প্রজন্মকে লেখা পড়ায় আরো উৎসাহিত করবে, তিনি সিলেট সিটি কপোরেশনের পক্ষ থেকে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সকল নেতৃবৃন্দকে এই মহতী উদ্যেগের জন্য ধন্যবাদ জানান।
মন্তব্য করুন