(ভিডিও সহ) বিড়ি শিল্প বন্ধের প্রতিবাদে বিড়ি শিল্প শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার॥ বিড়ি শিল্প বন্ধের প্রতিবাদে মৌলভীবাজারে বিড়ি শ্রমিক ফেডারেশন এর বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার ১ জন বিকেলে বিক্ষোভ র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের এসআর প্লাজার সম্মুখ থেকে শাহ মোস্তফা রোড হয়ে প্রেসক্লাবের সামনেজড়ো হন।
পরে বক্তারা নি¤œউক্ত দাবি জানান ঃ
বিড়িতে গরিব, স্বামী পরিত্যাক্তা, বিধবা মহিলা ও প্রতিবন্ধিদের কর্মসংস্থান হয়। সাত লক্ষ শ্রমিক বিড়ি তৈরীতে জড়িত তাই বিড়ি শিল্পকে বাচিয়ে রাখতে হবে।
চলতি প্রস্তাবিত বাজেটে ষড়যন্ত্র মূলকভাবে বিড়ির উপর আরোপিত কর সম্পূর্ন প্রত্যাহার করা এবং সিগারেটের সাথে পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কায়ন বাতিল করে ন্যায় ভিত্তিক এবং সামঞ্জস্যপূর্ন শুল্কায়ন বাস্তবায়ন চাই। অর্থাৎ তামাকজাত সকল পন্যের উপর সমহারে শুল্ক বৃদ্ধি করতে হবে।
বিড়ির উপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার ২০০৯-২০১০ অর্থ বছরের বাজেট অধিবেশনের ঘোষনা মোতাবেক নির্দেশনা ২০১৭-২০১৮ অর্থ বছরে বাস্তবায়ন করতে হবে।
উক্ত বিক্ষোব কর্মসূচিতে বিড়ি শ্রমিক ফেডারেশন নেতা মো: নাছিরুজ্জামান, মো: আছাদুজ্জামান, মো: সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য পেশ করেন।
মন্তব্য করুন