বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রুকনুজ্জামানের চিকিসার্থে ১ সেপ্টেম্বর ফান্ড রেইজিং
যুক্তরাজ্য প্রতিনিধি॥ যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কমিউনিটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাহী কমিটির সভায় সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের মেধাবী ছাত্র রোকনুজ্জামান এর ক্যান্সার চিকিৎসায় সাহাযার্থে ১৯ সেপ্টেম্বর ম্যানরপার্কের রয়েল রিজেন্সি হলে চ্যারটি ফান্ড রেইজিং করার সিন্ধান্ত হয়। এতে যুক্তরাজ্যের সকল কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও সূধী জনকে আমন্ত্রন জানানোর সিন্ধান্ত নেওযা হয়।
সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক দেলওযার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার মামুনুর রশীদ ,সহ-সভাপতি দিলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু,প্রচার সম্পাদক আলী আহমদ বেবুল,মাসুদ আহমদ, দিলাল আহমদ,ছওয়াফ উদ্দিন ,কবি মোহাম্মদ ইয়াহহিয়া,শাহজাহান খান সহ আরো অনেকে। সভায় জাননো হয় ,রোকনুজ্জামান বিয়ানীবাজার সারপার গ্রামের মেধাবী সন্তান। কয়েকমাস থেকে সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে চিকিতসাধীন আছেন।তাকে উন্নত চিকিসার্থে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। তার দরিদ্র পরিবারের জন্য বিশাল টাকা যোগান হেওয়া অসম্ভব। এজন্য বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে।
সভায় সংগঠনের উদ্যোগে পরিচালিত দরিদ্র পরিবারের গৃহনির্মান পরিকল্পনা ও অন্যান্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিন্ধান্ত নেওয়া হয় । এতে সকলকে সহযোগিতার আহবান জানানো হয়।
মন্তব্য করুন