বিয়ের পিঁড়িতে বসা হলনা টক্কা মিয়ার
আউয়াল কালাম বেগ॥ রাত পোহালে রোববার ১১ মে বিয়ের সাজে সজ্জিত হয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল টক্কা মিয়ার। বিধিবাম ভাগ্যের নির্মমতায় বিয়ের আগের দিন রাত ১০ টায় সাদা কাফনে টাই হলো সাড়ে তিন হাত অন্ধকার কবরে।
ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঘড়গাঁও গ্রামে। এলাকাবাসী সুত্রে জানাযায়, গড়গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুর রহিম ( টক্কা মিয়া)র সাথে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের মৃত রইছ আলীর মেয়ে ঝর্ণা আক্তারের (১৮) সাথে রোববার ১১ মে বিয়ের দিন ছিল।
বিয়ের সকল আয়োজনও শেষ। দূরদূরান্তের আত্মীয়-স্বজনরাও এসেছেন বিয়ে উপলক্ষে। কনের পক্ষের দেয়া উপহার হিসাবে কাঠের ফার্নিচার সহ অন্যান্য উপহার সামগ্রী বরের বাড়ি ইতোমধ্যে পৌঁছে গেছে।
শনিবার ১০ জুন রাতে গায়ে হলুদ হওয়ার কথা ছিল। রাত পোহালে বর সেজে রোববার দুপুরে বউ আনতে যাওয়ার কথা আব্দুর রহিমের (২৮)। কিন্তু ভাগ্যের নির্মমতায় বিয়ের আগের দিন শনিবার দুপুরে বর টক্কা মিয়া বাড়িতে আলোকসজ্জা করতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে নিজেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর শোনে যে বাড়িতে উৎসব হওয়ার কথা সে বাড়িতে এখন চলছে শোকের মাতম। আত্মীয়-স্বজনরা বিলাপ করছেন। বিয়ের জন্য সাজানো আলোকসজ্জার বাতি ও গেইট খুলছেন ডেকরেটার্স কর্মীরা।
তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালক ছিলেন। তাকে বালিদীঘিরপার কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন