বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে আইমিত্র প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন

January 18, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে আইমিত্র প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৮ জানুয়ারী ২০২৫ শনিবার আনুষ্ঠিানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক এবং বি.এন.এস.বি মৌলভীবাজারের সভাপতি মোঃ ইসরাইল হোসেন। জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

আরও উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব ও ডাঃ ছাদিক আহমেদ, যুগ্ম-সম্পাদক এস এম উমেদ আলী, কোষাধ্যক্ষ গোলাম মোহিত খান,  উপদেষ্ঠা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, সদস্য নূরুল ইসলাম তরফদার, শামীম আহমেদ, একলাছুর রহমান ও সৈয়দ মোজাম্মেল আলী শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল মান্নান সহ অন্যান্য কর্মচাকর্তা-কর্মচারীগণ। উদ্বোধনী ফলক উম্মোচন করার পরে হাসপাতাল এবং হাসপাতালের সাথে জড়িত সকলের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতালের ইমাম হাফিজ ফয়সল আহমেদ। এ সময় আইমিত্র প্রশিক্ষণ কেন্দ্রের ২০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রতিটি ব্যাচ ২ মাস মেয়াদী হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com