বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম’র মৃত্যুতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের শোক প্রকাশ
জেসমিন মনসুর॥ প্রগতিশীল রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা, ব্রিটেনে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মোহাম্মদ এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে।
মঙ্গলবার ১৮ জুলাই গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দরা মহান আল্লাহু রাব্বুল আলামিন যেনো তাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানান।
শোকবার্তায় তাঁর মৃত্যুতে আমাদের কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কনভেনার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের সহ-সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৯ বছর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শাহ এনাম ১৭ বছর বয়সে জন্মস্থান বগুড়া শহরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ যুদ্ধে ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা শাহ এনামকে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার চিকিৎসার জন্য বুলগেরিয়ায় পাঠিয়েছিলেন।
চিকিৎসা শেষে তিনি লন্ডনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাহ এনাম ব্রিটেনে নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে গেছেন। মৃত্যুকালে শাহ এনাম স্ত্রী, দুই পুত্র এক নাতি, এক নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতি দাতারা হলেন, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কনভেনার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের সহ-সভাপতি, বিশিষ্ঠ কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, মোস্তফা কামাল বাবলু, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, সংগঠনের লন্ডন শাখার সভাপতি জুবায়ের আহমেদ সেলিম, জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলর আমিনুর রহমান কাবিদ।
মন্তব্য করুন