বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল বিজিবি শ্রীমঙ্গল সেক্টর

July 19, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘বৃৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৬’ পেয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর। জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে ঘ’ শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করার তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) ইমরুল কায়েস চৌধুরী ই-মেইল যোগে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পুরস্কারের স্বীকৃতি স্বরুপ ১৬ জুলাই শনিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে পরিবেশ ও বন মন্ত্রী মো. আনোয়ার হোসেন মঞ্জু বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম এর হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন ।উল্লেখ্য বিজিবি শ্রীমঙ্গল সেক্টর উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন এলাকায় অনেক প্রজাতির ১,৯৪,২০০ (এক লক্ষ চুরানব্বই হাজার দুইশত) টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com