বৃটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ড অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ; প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহবান
মকিস মনসুর॥ দেশ ফাউন্ডেশন ইউকের উদ্দ্যোগে তৃতীয় বৃটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ড ২০১৯ জমকালো অনুষ্ঠান ১০ অক্টোবর বৃহস্পতিবার বামিংহাম শহরের নিউ বিংলে হল কনভেনশন সেন্টারে সফলভাবে সম্পন্ন হয়েছে।
ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান.নৃত্য পরিবেশন সহ রকমারি খাবারের আয়োজন.।জমকালো এই অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে ও কমিউনিটিতে নানাভাবে সফল হওয়া ২৭ জন বৃটিশ বাংলাদেশীকে সাফল্যের স্বীকৃতি স্বরুপ এওয়ার্ড ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি উপস্থিত ছিলেন। তিনি এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা সহ প্রবাসীদের বাংলাদেশে শিল্পখাতে বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের শিল্পখাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে বর্তমান সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ ব্যাপকহারে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।এর ফলে বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশ ফাউন্ডেশন ইউকে ও বৃটিশ-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-এর চেয়ারম্যান কমিউনিটি লিডার মিসবাউর রহমান স্বাগত বক্তব্যে অনুষ্ঠান সফল করতে যারা নানাভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিবছর এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার প্রতিস্রতি ব্যাক্ত করেছেন।
বৃটেনের ওয়েলস বাংলা নিউজের এডিটর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শ্যাডো লিডার অফ দি হাউস ভেলরি ভাঁজ এমপি, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিনিধি মাইক উড এমপি, ওয়েস্ট মিডল্যান্ডস এর এক্সিকিউটিভ মেয়র এনডি স্ট্রিট, ফিল বেনিয়ান এম ই পি, বার্মিংহামের লর্ড মেয়র মোহাম্মদ আফজল, ডাডলি মেয়র স্ট্যানলি, ওয়ালসল এর মেয়র পল বোট, ক্রয়ডনের মেয়র হুমায়ুন কবির, ব্রিটিশ আর্মির প্রতিনিধি কর্নেল জেমস সান্ডারল্যান্ড, বামিংহামের সহকারী হাই কমিশনার নাজমুল হক.অনুষ্ঠানে স্থানীয় সিটি মেয়র, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যসহ যুক্তরাজ্য, ইউরোপ ও বাংলাদেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি সহ ব্রিটেনের শীর্ষ রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব সহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন